বাবার বাসায় ছেলের ডাকাতি
প্রকাশিত হয়েছে : ১:২৬:৪৯,অপরাহ্ন ১৮ জুন ২০১৫
নিউজ ডেস্ক::
বাগেরহাটের সরকারি অতিরিক্ত কৌঁসুলি (এজিপি) অ্যাডভোকেট ভবরঞ্জন মজুমদারের ভাড়া বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার দিনগত রাত সোয়া ৩টার দিকে শহরের খারদ্বার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের ধারণা ঘটনার সঙ্গে তার ছেলে জড়িত।
ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে ভবরঞ্জন মজুমদার গুরুতর আহত হয়েছেন। তাকে প্রথমে বাগেরহাট সদর হাসপতালে পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অ্যাডভোকেট ভবরঞ্জন মজুমদার জানান, তিনি শহরের খারদ্বার এলাকায় একটি চার তলা ভবনের ২য় তলার একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকেন। রাতে ওই ফ্ল্যাটে তার চেম্বারে তিনি কাজ করছিলেন। এসময় দ্বিতীয় তলার গ্রিল কেটে ৫ ডাকাত ঘরে ঢুকে তার উপর হামলা চালায়। তার চিৎকারে বাসার অন্যরা জেগে উঠলে দুটি মোবাইল সেট নিয়ে ডাকাতরা পালিয়ে যায়।
বাগেরহাট মডেল থানার ওসি তোজাম্মেল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার সঙ্গে তার মাদকাসক্ত ছেলে জড়িত বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।