বলের আঘাতে মাঠ ছেড়ে হাসপাতালে রোহান
প্রকাশিত হয়েছে : ২:১৭:৫৫,অপরাহ্ন ৩০ ডিসেম্বর ২০১৪
স্পোর্টস ডেস্ক::
ফের ভারতের ঘরোয়া ক্রিকেট লিগ রঞ্জি ট্রফিতে বলের আঘাতে মাঠ ছাড়তে হয়েছে খেলোয়াড়কে। মঙ্গলবার রঞ্জি ট্রফির ম্যাচে ফিল্ডিং করার সময় বলের আঘাতে আহত হয়ে মাঠে ছেড়ে হাসপাতাল ঠিকানা হয়েছে রেলওয়ের ব্যাটসম্যান রোহান বোসলের। এবার ব্যাটিং করার সময় নয়-ফিল্ডিংয়ের সময়।
চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে তামিলনাড়ু ব্যাটসম্যানের সজোরে শট লাগে শর্ট স্কয়ার লেগে দাঁড়িয়ে থাকা রোহান বোসলের ঘাড়ে। এর পর মাটিতে লুটিয়ে পড়লে দ্রুত তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হয়।
রঞ্জি ট্রফির চলতি মৌসুমে তৃতীয়বারের মতো বলের আঘাতে মাঠ ছাড়ার ঘটনা ঘটলো।
এর আগে এবার মাথায় বলের আঘাতে ‘রিটায়ার্ড হার্ট’ হিসেবে মাঠ ছেড়েছেন মহারাষ্ট্রের ব্যাটসম্যান অঙ্কিত বাওন। ‘বি’ গ্রুপে মহারাষ্ট্র ও পাঞ্জাবের মধ্যকার ম্যাচের তৃতীয় দিনে ব্যাট করার সময় পাঞ্জাব দলে অভিষেক হওয়া মানিন্দার সিংয়ের শর্ট-পিচ বলে হেলমেটের উপর দিয়ে মাথায় আঘাত পান অঙ্কিত। সাথে সাথে হেলমেট খুলে ফেলেন। এরপর টিম ডাক্তার অভিষেক জোশি এসে তাকে পরীক্ষা করেন।
এর কয়েকদিন আগে রঞ্জি ট্রফিতে ব্যাট করার সময় বলের আঘাত পেয়ে মাঠ ছাড়েন কলকাতার ব্যাটসম্যান মনোজ তিওয়ারি।