ফ্র্যাঞ্চাইজি লিগ খেলায় আইসিসির নিষেধাজ্ঞা আসছে?
প্রকাশিত হয়েছে : ২:০৬:৩৬,অপরাহ্ন ২৭ ফেব্রুয়ারি ২০১৯
স্পোর্টস ডেস্ক:: টি-টোয়েন্টি ফরম্যাট জনপ্রিয় হয়ে ওঠায় সারাবিশ্বে চলছে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজনের হিড়িক। বিপিএল, আইপিএল, সিপিএল, পিএসএল, এপিএলসহ অনেক দেশেই চলছে এমন টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের হিড়িক। অনেক ক্রিকেটারই আছেন, যারা সারাবিশ্বের এই লিগগুলো খেলে বেড়ান। যাদের মধ্যে সবচেয়ে এগিয়ে থাকবেন ক্যারিবীয়রা। কিন্তু এবার হয়তো তাদের কপালে চিন্তার ভাজ পড়তে যাচ্ছে।
আজ বুধবার থেকে দুবাইয়ে শুরু হচ্ছে আইসিসির সভা। এখানে ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। শোনা যাচ্ছে, যথেচ্ছ টি-টোয়েন্টি লিগে খেলা নিয়ে নিষেধাজ্ঞা জারি করতে পারে আইসিসি। এরকম কিছু হলে ওয়েস্ট ইন্ডিজের বহু ক্রিকেটার সমস্যায় পড়তে পারে। সারা বিশ্ব জুড়ে যারা বিভিন্ন টি-টোয়েন্টি লিগে খেলে বেড়ান। শোনা যাচ্ছে, একই মৌসুমে ২-৩টির বেশি লিগে খেলার ওপর নিষেধাজ্ঞা জারি করতে পারে আইসিসি।
বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগগুলোয় ক্যারিবিয়ান ক্রিকেটারদের বিপুল চাহিদা। তারা জাতীয় দলকে পাত্তা না দিয়ে সারা বছর এসব লিগে খেলে বেড়ায়। এই প্রবণতা ধীরে ধীরে অন্যান্য দেশের ক্রিকেটারদের মাঝেও ছড়িয়ে যাচ্ছে; যা মূলধারার ক্রিকেটকে হুমকিতে ফেলছে। অন্যদিকে আইসিসি সম্প্রতি একটি সমীক্ষায় দেখেছে, ক্রিকেটারদের ৯৫ শতাংশ সারা বছরে একটির বেশি লিগ খেলেন না। সুযোগের সমবণ্টন করতে তাই আইসিসি এবার কঠোর সিদ্ধান্ত নিতে পারে। যা প্রায় সব ক্রিকেট বোর্ডই বেশ ইতিবাচকভাবেই দেখছে বলে জানা গেছে।