ফের ভারতীয় গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের
প্রকাশিত হয়েছে : ১২:১৯:৫৪,অপরাহ্ন ১৭ মার্চ ২০১৯
আন্তর্জাতিক ডেস্ক:: ভারতীয় একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এই তথ্য জানায়।বিবৃতিতে বলা হয়েছে, ভারতের ড্রোনটি সীমান্ত ভেদ করে পাকিস্তানের রাখছিকরি সেক্টরের ১৫০ মিটার ভেতরে ঢুকে পড়লে দেশটির সেনাবাহিনী তা ভূপাতিত করে।
পাকিস্তানের আইএসপিআর’র মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুরও তার টুইটার বার্তায় একই দাবি করেছেন।তিনি টুইটারে বলেন, পাকিস্তান সেনাবাহিনী ভারতের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে। এছাড়া তিনি তার পোস্টে একটি ছবিও পোস্ট করেন।তবে ভারতের পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত মন্তব্য পাওয়া যায় নি।
গত ১৪ ফ্রেবুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুল ওয়ামাতে এক জঙ্গির আত্মঘাতী হামলায় দেশটির ৪২ জনের বেশি জওয়ান নিহত হয়।এই হামলার দায় স্বীকার করে পাকিস্তান ভিত্তিক সংগঠন জইশ-ই-মোহাম্মদ। এর জেরে ভারত-পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছিল।