ফের ভাইবার ও হোয়াটস অ্যাপ সেবা পাচ্ছে গ্রাহকরা
প্রকাশিত হয়েছে : ৫:৫৮:২৬,অপরাহ্ন ২২ জানুয়ারি ২০১৫
তথ্য-প্রযুক্তি ডেস্ক ::
বুধবার সন্ধ্যা থেকে চালু হয়েছে ইন্টারনেটে দ্রুত বার্তা আদান-প্রদান ও কথা বলার বিশেষ যোগাযোগের মাধ্যম ‘ভাইবার’ ও ‘হোয়াটস অ্যাপ’।
তবে গ্রাহকরা এর সেবা পেতে শুরু করে রাত সোয়া ১২টার পর থেকে।
এর আগে গত ১৭ জানুয়ারি ভাইবার ও ট্যাঙ্গো এবং ১৯ জানুয়ারি হোয়াটস অ্যাপ, মাইপিপল ও লাইন বন্ধ করে দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
উল্লেখ্য, শনিবার রাত থেকেই পর্যায়ক্রমে বন্ধ করা হয় ভাইবার ও ট্যাঙ্গো। প্রথমে মোবাইল অপারেটরগুলোকে ও পরে আন্তর্জাতিক গেটওয়ে (আইজিডব্লিউ) লাইসেন্সধারীদের এ নির্দেশ দেওয়া হয়। পরে ১৯ জানুয়ারি বন্ধ করে দেয়া হয় হোয়াটস অ্যাপ, মাইপিপল ও লাইন।