ফখরুলের তিন দিনের রিমান্ড
প্রকাশিত হয়েছে : ৭:০০:৩১,অপরাহ্ন ২৭ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। আজ মঙ্গলবার পল্টন থানায় গাড়ি ভাঙচুর ও নাশকতার একটি মামলায় হাজির হলে ঢাকা মহানগর মূখ্য মহানগর হাকিম আলী মাহমুদ শেখ শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ ১০ দিনের রিমান্ড চাইলে শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।এই মামলায় হাজিরা দেয়ার জন্য গতকাল তাকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়।






