প্রেসক্লাবে দু’পক্ষের পাল্টাপাল্টি সমাবেশ, সংঘাতের আশঙ্কা
প্রকাশিত হয়েছে : ১:৪৫:৫৭,অপরাহ্ন ০৩ জুন ২০১৫
নিউজ ডেস্ক::
জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গনে একই সময় সাংবাদিকদের দুই পক্ষের পাল্টাপাল্টি সমাবেশ ঘোষণা করায় থমথমে পরিস্থিতি বিরাজ করেছে। আগামীকাল বৃহস্পতিবার প্রেসক্লাব প্রাঙ্গনে ভোটারবিহীন নবগঠিত ও বর্তমান নির্বাচিত কমিটি দুইপক্ষের পাল্টাপাল্টি সমাবেশ ঘোষণায় পরিস্থিতি ভিন্ন দিকে যাচ্ছে। কেউ কেউ বড় ধরণের সংঘাতের আশঙ্কা করছে।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি শওকত মাহমুদ গত সোমবার ‘জাতীয় প্রেসক্লাব দখলদারিত্বের বিরুদ্ধে’ বৃহস্পতিবার সকাল ১১ টায় সমাবেশের ঘোষণা দেন। সেই অনুযায়ী তারা সমাবেশের প্রস্তুতিও নিয়েছেন।
এদিকে, আওয়ামী লীগ পন্থী ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পদক কুদ্দুস আফ্রাদ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় ফেসবুক স্টাটাসে জাতীয় প্রেসক্লাবে ‘ফোরাম সভা’ করার ঘোষণা দিয়েছেন। এতে তিনি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সবাইকে প্রেসক্লাব প্রাঙ্গনে থাকার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। আগামীকাল দুই পক্ষই কাদের কর্মসূচী সফল করতে শক্ত অবস্থানে রয়েছে বলে জানাগেছে।