ফিন-বাংলা ক্রিকেট টুর্নামেন্টের এবারের চ্যাম্পিয়ন ´পিয়েতারসারি´
প্রকাশিত হয়েছে : ৭:২২:২৪,অপরাহ্ন ২৪ জুলাই ২০২৩
ভূইয়াঁ এন জামান :: কুওপিও প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে এবং সংবাদ২১ ডটকম ও আই.জে.এন.ই´র পৃষ্ঠপোষকতায় ’ফিন-বাংলা ক্রিকেট কাপ ২০২৩ ’অনুষ্ঠিত হয়ে গেলো ফিনল্যান্ডের লেকবেষ্টিত সুন্দর শহর কুওপিওতে।
এতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন পিয়েতারসারি হতে আগত বাংলাদেশী ক্রিকেট ক্লাব। আর রানারআপ হয় মালমি সুপারনোভা। আট ওভারে সীমিত ফাইনালের হাড্ডাহাড্ডি লড়াইটি শেষ ওভারে গিয়ে জয় পরাজয় নিশ্চিত হয়। খেলার শুরুতে মালমি সুপারনোভা টসে জয়লাভ করে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৮ ওভার শেষে মালমি সুপারনোভা সাত উইকেট হারিয়ে ৬৬ রান সংগ্রহ করে। এর পর পিয়েতারসারি ৬৭ রানের লক্ষে নেমে শেষ ওভারে প্রথম দুইবলে পরপর দুই বলে ছক্কা হাঁকিয়ে ৯ উইকেটের বিশাল বিজয় নিশ্চিত করেন, সাথে এইবারের ফিন-বাংলা ক্রিকেট টুর্নামেন্টের শিরোপাও অর্জন করেন। ফাইনালে ম্যাচ সেরার পুরুষ্কার পান রোহিত পাল।
খেলা শেষে চ্যাম্পিয়ন পিয়েতারসারি দলের হাতে ট্রপি ও পুরুষ্কার তুলে দেন আই.জে.এন.ই সভাপতি, সাংবাদ২১ ডটকমের প্রতিষ্ঠাতা ও সম্পাদক ভূইয়াঁ এন জামান। রানারআপ মালমি সুপারনোভা খেলোয়াড়দের ট্রপি ও পুরুষ্কার তুলে দেন আই.জে.এন.ই´র সচিব অনুরূপ কান্তি দাস।
এই ক্রিকেট টুর্নামেন্টের কারিগরি সহযোগিতায় ছিলো ফিনল্যান্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত আর্কটিক ওলভস ক্রিকেট ক্লাব।
এবারের আয়োজনে ফিনল্যান্ডের প্রায় সব বড় বড় শহর থেকে ২২টি দল অংশগ্রহণ করে, যা ফিন-বাংলার ইতিহাসে এক বিরাট মাইলফলক। প্রতিযোগী দলগুলোর মধ্যে গতবারের চ্যাম্পিয়ন কোক্কোলা স্পোর্টিং ক্লাব এবং রানার্সআপ মালমি সুপারনোভা ছাড়াও অংশগ্রহণ করে হেলসিংকি টাইগার্স, সিপো ইলেভেন, ওতানিয়েমি ম্যাভেরিকস, ভানহা কাউপুনকি, সাউদার্ন কিংস, উসিমা এভেঞ্জার্স, ভান্তা কিংস, রয়েল স্ট্রাইকার, টিম ইউয়েনসু, টিম ইউভাস্কুলা, পিয়েতারসারি, ভাসা প্রিডেটার্স, তাম্পেরে, তুর্কু টাইগার্স, ইউভাস্কুলা, সাইমান গ্ল্যাডিয়েটর্স, আবো কাউবয়স, ডোমুস তাম্পেরে, ওউলু আর্কটিক টাইগার্স এবং আয়োজক দল কুওপিওন টাইগার্স।
আয়োজক কমিটি জানিয়েছে, ‘এবারের আসরে প্রায় হাজারো বাংলাদেশি ছোট এই শহরে এসেছেন খেলা উপভোগ করতে। এছাড়া ফিন-বাংলা ক্রিকেট কাপ শুধু ক্রিকেট টুর্নামেন্ট নয় বরং এ যেন এক মিলনমেলা, যেখানে ফিনল্যান্ডের বিভিন্ন শহরের প্রবাসী বাংলাদেশিরা তাদের পরিবারসহ একত্রিত হয়ে থাকেন। খেলার পাশাপাশি এখানে বিভিন্ন রকমের বাংলাদেশি খাবারের দোকান ছিলো সেখানে মিষ্টি, ঝালমুড়ি, ছোলা, পিয়াজু, সিংগারা, হালিম, চটপটি ও ফুচকাসহ মুখরোচক বিভিন্ন দেশীয় খাবার পরিবেশন করা হয়।
ফিন-বাংলা ক্রিকেট কাপ, ফিনল্যান্ড ক্রিকেটে অ্যাসোসিয়েশনের অনুমতি সাপেক্ষে এবং সফট বল (মারুতি টেনিস বল) খেলার নিয়ম অনুযায়ী অনুষ্ঠিত হয় ।
এই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচের লাইভ স্কোর সম্প্রচার করে https://www.crichq.com/।