পাকিস্তানের দাত্তাখেলে বিমান হামলা : ৩৫ সন্ত্রাসী নিহত
প্রকাশিত হয়েছে : ৮:০৮:০৭,অপরাহ্ন ২৬ জানুয়ারি ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উপজাতি অধ্যুষিত উত্তর ওয়াজিরিস্তানের দাত্তাখেল এলাকায় বিমান হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছে। এতে উগ্রবাদী সন্ত্রাসীদের কয়েকটি আস্তানাও ধ্বংস হয়েছে।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এ তথ্য দিয়েছে। আইএসপিআর’র মহাপরিচালক মেজর জেনারেল আসিম সালিম বাজওয়া জানিয়েছেন, গত ১৫ জুন থেকে শুরু হওয়া সেনা অভিযানে এ পর্যন্ত ২,০০০ সন্ত্রাসী নিহত হয়েছে। জেনারেল আসিম বাজওয়ার বরাত দিয়ে রেডিও পাকিস্তান এ খবর দিয়েছে।
এদিকে, চীনের সেনাপ্রধান জেনারেল ফ্যান চ্যাংলং পাকিস্তানের চলমান সেনা অভিযানের প্রশংসা করেছেন। চীন সফররত পাক সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফের সঙ্গে এক বৈঠকের সময় জেনারেল চ্যাংলং এ প্রশংসা করেন। একইসঙ্গে তিনি পাক-চীন সম্পর্ককে কৌশলগত ও অংশীদারিত্বমূলক বলে উল্লেখ করেন। পাকিস্তান আইএসপিআর’র প্রধান মেজর জেনারেল আসিম বাজওয়া এক টুইটার বার্তায় এ কথা জানিয়েছেন।