পাকিস্তানকে টপকে র্যাঙ্কিংয়ের আটে বাংলাদেশ
প্রকাশিত হয়েছে : ১:৫৪:৩০,অপরাহ্ন ৩০ এপ্রিল ২০১৫
স্পোর্টস ডেস্ক :: বৃহস্পতিবার প্রকাশিত রিলায়েন্স আইসিসি ওডিআই টিম র্যাংকিংয়ে পাকিস্তানকে ৯-এ নামিয়ে আটে উঠে এসেছে বাংলাদেশ।
বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া ১২৯ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে ভারত। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের রেটিং পয়েন্ট ১১৭। দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনাল খেলা নিউজিল্যান্ড আছে তিনে। ১১২ রেটিং পয়েন্ট পাওয়া প্রোটিয়াদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে কিউইরা।
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দু’দলেরই রেটিং পয়েন্ট ৮৮। ৯২’র বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান এক পয়েন্ট কম নিয়ে নবম স্থানে অবস্থান করছে। বিশ্বকাপে বাজে পারফরম্যান্স করা ইংল্যান্ড ৯৪ রেটিং পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে।