পল্টনে পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীদের বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ১:৪২:২৭,অপরাহ্ন ১১ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক: ফের বিক্ষোভ শুরু করেছে পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীরা। প্রায় দুই সপ্তাহ বিরতি দিয়ে তারা মঙ্গলবার বিকেলে পল্টন কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করে।
ছাত্রদলের কমিটি গঠনের পর থেকেই পদবঞ্চিতরা নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে বিক্ষোভ করে আসছে। এছাড়া ছাত্রদলের পদবঞ্চিত ও বিক্ষুদ্ধ নেতাকর্মীরা গত ৭ নভেম্বর রাজধানীর নভোথিয়েটারের সামনে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও সুলতান সালাউদ্দিন টুকুর গাড়িতে হামলা করে।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রদল থেকে বহিষ্কৃত নেতা-কর্মী ও সমর্থকরা ব্যাপক শোডাউন করে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন। তারা বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ করছেন। বহিষ্কৃতরা হলেন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন এবং সাবেক সহ-সভাপতি আবু সাঈদকে বহিষ্কার করে দল।
মঙ্গলবার বিকেল তারা সেখানে উপস্থিত হন। বিক্ষুদ্ধ নেতাকর্মীরা ছাত্রদলের শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও সহ-ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন।
এছাড়াও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জাভেদ হাসান স্বাধীন, তরুণ দে, সাবেক যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম টিটু, ফেরদৌস আহমেদ মুন্না এবং সাবেক সহ-সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রয়েল এর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে কারণ দর্শাতে বলা হয়েছে।
সোমবার বিকালে বিএনপির যুগ্ম মহাসচিব ও দফতর সম্পাদক এডভোকেট রুহুল কবির রিজভী সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আদেশ দেয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১৪ অক্টোবর রাজিব আহসানকে সভাপতি ও আকরামুল হাসানকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পর থেকেই ওই কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ করে আসছে পদবঞ্চিত নেতাকর্মীরা। একই সঙ্গে তারা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও সহ-ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুকে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার দাবি করছে।