নোয়াখালীতে আ’লীগ সভাপতির বাড়িতে হামলা
প্রকাশিত হয়েছে : ১২:১৯:৪১,অপরাহ্ন ৩০ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক: নোয়াখালী সেনবাগ মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হকের বাড়িতে গতকাল সোমবার রাত ১২টায় হামলা চালায় দুর্বৃহত্তরা। হামলার প্রতিবাদে (চৌমুহনী-ফেনী) কলান্দী বাজার সড়ক অবরোধ করে ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা। পরে সেনবাগ থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সভাপতি জিয়াউল হক জানান, রাত ১২টার দিকে আমার বসতবাড়িতে ইট-পাটকেল বৃষ্টির মতো নিক্ষেপ করে ৮-১০ জন দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা এগিয়ে আসলে পালিয়ে যায় তারা।
সেনবাগ থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মমিনুল ইসলাম বলেন, আমি রাতে ঘটনাস্থল পরির্দশন করেছি। থানায় কোনো অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ দিলে ব্যবস্থা গ্রহণ করা হবে।