নিমরুদ শহর ভেঙে ফেললো ইসলামিক স্টেট
প্রকাশিত হয়েছে : ৫:০০:৫৭,অপরাহ্ন ০৬ মার্চ ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক::
ইরাকের কর্মকর্তারা বলছে, প্রাচীন আসিরিয়ান সভ্যতার নিদর্শন নিমরুদ শহর বুলডোজার দিয়ে ভেঙে ফেলছে ইসলামিক স্টেট। দেশটির পর্যটন মন্ত্রী জানিয়েছে এই নিদর্শন ভাঙতে ভারি সব যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। নিমরুদ ইরাকের সবচাইতে গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন।
টাইগ্রিস নদীর ধারে মসুল শহরে ১৩শ শতকে তৈরি করা আসিরিয় সভ্যতার এই নিদর্শন অবস্থিত। এর আগে গত মাসে মসুল শহরের যাদুঘরে বেশ কিছু মূল্যবান পুরাতাত্ত্বিক নিদর্শন ধ্বংস করার ভিডিও প্রকাশ করেছে ইসলামিক স্টেট। সংগঠনটি বলছে এই নিদর্শনগুলো ইসলাম সম্মত নয় বরং ইসলাম ধর্মকে অসম্মান করে। ২০০১ সালে একইভাবে আফগানিস্তানে ঐতিহাসিক বামিয়ান বুদ্ধ মূর্তি ধ্বংস করেছিল তালেবান।