নিউজিল্যান্ডে মসজিদে হামলা: ১৫ লাখ ভিডিও সরিয়ে ফেলেছে ফেসবুক
প্রকাশিত হয়েছে : ৪:১১:৩৫,অপরাহ্ন ১৭ মার্চ ২০১৯
তথ্যপ্রযুক্তি ডেস্ক:: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলার পর ছড়িয়ে পড়া ভিডিও সরিয়ে ফেলতে কাজ করছে ফেসবুক কর্তৃপক্ষ। এরই মধ্যে ২৪ ঘণ্টায় ১৫ লাখ ভিডিও সরিয়ে ফেলা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।সেই সঙ্গে ফেসবুক প্ল্যাটফর্ম থেকে ওই ঘটনার ভিডিও পুরোপুরি সরিয়ে ফেলতে কাজ করছে প্রতিষ্ঠানটি।
রবিবার টুইটারে প্রকাশিত এক বিবৃতিতে ফেসবুক কর্তৃপক্ষ এ তথ্য জানায়।ওই বার্তায় ফেসবুক নিউজিল্যান্ডের কর্মকর্তা মিয়া গারলিক বলেছেন, “আমরা প্রযুক্তি ও মানুষের সাহায্য নিয়ে ওই ভিডিও সরিয়ে ফেলতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।”
উল্লেখ্য, দুটি মসজিদে চালানো ওই হামলায় ৫০ জন মুসল্লি নিহত হয়েছেন। এর মধ্যে চারজন বাংলাদেশিও রয়েছে।