নতুন বেতনকাঠামো প্রত্যাখ্যান করলেন ঢাবি শিক্ষক সমিতি
প্রকাশিত হয়েছে : ১০:০৮:৫৪,অপরাহ্ন ২১ মে ২০১৫
নিউজ ডেস্ক::
প্রস্তাবিত অষ্টম জাতীয় বেতনকাঠামো প্রত্যাখ্যান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। পাশাপাশি আগামী ২৪ মে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছে তারা।একই সাথে প্রস্তাবিত এ বেতন কাঠামো পুনর্নির্ধারণের দাবি জানিয়েছেন শিক্ষকরা।
আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে প্রস্তাবিত বেতনকাঠামো পুনর্নির্ধারণ ও প্রতিবাদ কর্মসূচি ঘোষণা দেয়া হয়।
শিক্ষক সমিতির অভিযোগ, ফরাসউদ্দিন কমিশন বেতনকাঠামোয় শিক্ষকদের ন্যায্য অধিকার ক্ষুণ্ন করার মতো প্রস্তাব রেখেছেন। সচিব কমিটি আরও একধাপ অগ্রসর হয়ে নিজেদের সুবিধা নিশ্চিত করার মাধ্যমে অন্যদের জন্য বৈষম্যের ব্যবস্থা করেছে। তাই এই বেতনকাঠামো মোটেও গ্রহণযোগ্য নয়।
প্রস্তাবিত বেতনকাঠামোয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য অত্যন্ত অবমাননাকর উল্লেখ করে তা পুনর্নির্ধারণের দাবি জানিয়েছে শিক্ষক সমিতি।
প্রস্তাবিত বেতনকাঠামো প্রত্যাখ্যান করে আগামী ২৪ মে বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে প্রতিবাদসভা ও মানববন্ধনের ঘোষণা দেয় শিক্ষক সমিতি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক এ এস এম মাকসুদ কামাল প্রমুখ।