নকিয়ার পথে হাঁটছে সনি?
প্রকাশিত হয়েছে : ১০:১৯:১১,অপরাহ্ন ২৪ জানুয়ারি ২০১৫
অনলাইন ডেস্ক:: এবার স্মার্টফোন ইউনিট বিক্রির পরিকল্পনা করছে জাপানের ইলেকট্রনিক্স জায়ান্ট সনি। মূলত আয়ের পরিমাণ কমে যাওয়ায় অন্যান্য খাতে মনোনিবেশ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই আভাস দিয়েছেন সনি সিইও কাজুও হিরাই। মূলত চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর সাথে প্রতিযোগিতায় হিমশিম খাচ্ছে নামকরা ব্র্যান্ডগুলো। আর তাই আয়ের দিক থেকেও খুব একটা সুবিধা করতে পারছে না এসকল নামীদামী ব্র্যান্ড।
২০১২ সালে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করে সনির মোবাইল ডিভাইস ইউনিট। এক্সপেরিয়া স্মার্টফোন সিরিজও নতুন আঙ্গিকে বাজারে আসতে শুরু করে। তবে কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ায় শেষ পর্যন্ত কঠোর এই সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছে সনি।
চলতি বছরের মার্চে শেষ হওয়া অর্থবছরে সনির স্মার্টফোন বিক্রির লক্ষ্যমাত্রা ছিল ৪ কোটি ১০ লাখ। অন্যদিকে এর আগের অর্থবছরে এই লক্ষ্যমাত্রা ছিল ৪ কোটি ৩০ লাখ। সনি জানিয়েছে, চলতি অর্থবছরে ১৯০ কোটি ডলার আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে প্রতিষ্ঠানটি।
এর আগে গত বছর মোবাইল ডিভাইস ইউনিট মাইক্রোসফটের কাছে বিক্রি করে দেয় নকিয়া। স্মার্টফোনের বাজারে টিকতে না পেরে এই সিদ্ধান্ত নিয়েছিল প্রতিষ্ঠানটি।