দুর্ঘটনা তদন্তে কমিটি গঠন, ৩৭ জনের মরদেহ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১:২৮:০৪,অপরাহ্ন ২২ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: পদ্মা নদীতে লঞ্চ ডুবির ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন নৌ-পরিবহণমন্ত্রী শাহজাহান খান। তবে কার নেতৃত্বে এবং কাদের নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সে বিষয়ে কিছু জানান নি তিনি। দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে নৌমন্ত্রী এ ঘোষণা দেন।
এদিকে ডুবে যাওয়া লঞ্চের নিখোঁজ যাত্রীদের বিষয়ে জানাতে রাজবাড়ী জেলা প্রশাসনের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাওসারের তত্ত্বাবধানে রবিবার দুপুরে কন্ট্রোল রুমটি খোলা হয়। নিখোঁজদের আত্মীয়-স্বজনেরা ঘটনাস্থলে এসে কিংবা ০১৭১৮-৮৩০৮৯৫ এই মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করতে পারবেন।
এর আগে পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়া যাওয়ার পথে সকাল পৌনে ১২টার দিকে কার্গোর ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ এমভি মোস্তফা শতাধিক যাত্রী নিয়ে মাঝ পদ্মায় ডুবে যায়। এ ঘটনায় নারী-শিশুসহ ৩৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ পর্যন্ত ৪৫ জনকে জীবীত উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানয়েছে উদ্ধারকাজে নিয়োজিতরা।