দিনাজপুরে নিখোঁজের আটদিন পর যুবকের লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১১:৫৬:১২,অপরাহ্ন ০৪ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: রবিবার সকালে দিনাজপুরের হাকিমপুর উপজেলার ইটাইবাওনা কমিউনিটি ক্লিনিকের পাশের একটি পুকুর থেকে ইব্রাহিম হোসেন (২৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারনা ইব্রাহিমকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে। নিহত ওই যুবক পৌর শহরের চন্ডিপুর গ্রামের মৃত শাদাত আলীর ছেলে। গত ৮দিন আগে ইব্রাহিম বাড়ী থেকে ব্যাটারি চালিত ভ্যান নিয়ে বের হওয়ার পর নিখোঁজ হন।
হাকিমপুর থানার পরিদর্শক (তদন্ত) হারুনুর রশিদ জানান, গত ২৮ ডিসেম্বর বিকেলের দিকে তিনজন অপরিচিত যাত্রী নিয়ে হিলি থেকে নবাবগঞ্জের দলারদরগার উদ্দেশ্যে রওনা হয় ইব্রাহিম। এরপর থেকে ইব্রাহিমকে পরিবারের লোকজন খুঁজে না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরী করেন। রোববোর সকাল সাড়ে ৭টার দিকে তার লাশ উপজেলার ইটাইবাওনা কমিউনিটি ক্লিনিকের পাশের একটি পুকুরে ভেসে উঠতে দেখে স্থানিয় লোকজন থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে দুপুর ১২টার দিকে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্টে দেখা যায়, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। গত ৬-৭দিন আগে তাকে হত্যা করা হতে পারে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
নিহতের বড় ভাই জিয়াউদ্দিন বলেন, ইব্রাহিম বাড়ীতে দোকান ও মুরগীর খামার দেখাশুনা করত। কয়েকদিন আগে একটি ব্যাটারি চালিত ভ্যান কেনা হয়। এই ভ্যান নিয়ে সে ওইদিনই বাড়ী থেকে চালানোর কথা বলে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ হয়।