দাঁড়ানো ট্রেনে ইঞ্জিনের ধাক্কা, ছিটকে পড়ে অর্ধশত যাত্রী আহত
প্রকাশিত হয়েছে : ৫:৪৯:২২,অপরাহ্ন ৩০ মার্চ ২০২৪
মো.আবদুল্লা আল আমীন:: লালমনিরহাটে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে ইঞ্জিনের ধাক্কায় প্রায় অর্ধশত যাত্রী আহত হয়েছেন। শনিবার (৩০ মার্চ) দুপুরে লালমনিরহাট রেলওয়ে স্টেশনে বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী ৪৬১ নম্বর ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।
যাত্রীরা জানান, কমিউটার ট্রেনটি লালমনিরহাট রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে দাঁড়ায়। এ সময় ট্রেনের ইঞ্জিন পরিবর্তন করতে আগের ইঞ্জিন নিয়ে লোকো শেডে চলে যান চালক। পরে অপর ইঞ্জিন নিয়ে বগিতে সংযোগ দেওয়ার সময় সজোরে ধাক্কা দিলে ট্রেনটির অর্ধশত যাত্রী বগিতেই ছিটকে পড়ে আহত হন।
স্থানীয়দের সহায়তায় রেলওয়ের কর্মীরা আহতদের উদ্ধার করে লালমনিরহাট রেলওয়ে হাসপাতালে নিলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে আহতদের পুনরায় ওই ট্রেনেই গন্তব্যে পৌঁছে দেওয়া হয়। তবে দুইজন নারী যাত্রী মাথা ও হাতে প্রচণ্ড আঘাত পাওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে।
এ ঘটনায় চালক গৌর গবিন্দের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন লালমনিরহাট রেলওয়ে স্টেশন মাস্টার নুরুন্নবী ইসলাম।
নুরুন্নবী বলেন, লোকো শেড থেকে ইঞ্জিন নিয়ে বগিতে সংযোগ দিতে গিয়ে জোরে ধাক্কা লাগায় এ দুর্ঘটনা ঘটেছে প্রায় ৪০ থেকে ৫০ জন যাত্রী সামান্য আঘাত পেয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় লোকো বিভাগে চালক গৌর গোবিন্দের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তিনি ট্রেন নিয়ে ফিরলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিভাগ।