দর্শক তামিম ইকবাল, ৩ উইকেটে হারলো সাকিবের রেনেগেডস
প্রকাশিত হয়েছে : ৩:৩৫:৫৭,অপরাহ্ন ১০ জানুয়ারি ২০১৫
স্পোর্টস ডেস্ক::
হাঁটুর ইনজুরির চিকিৎসা করাতে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল ও তার স্ত্রী। অস্ট্রেলিয়ায় চলছে টোয়েন্টি২০ ক্রিকেটের আসর বিগব্যাশ।
শনিবার মাঠের লড়াইয়ে মুখোমুখি হয় মেলবোর্ন রেনেগেডস ও মেলবোর্ন স্টার্স। মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বন্ধুর খেলা দেখতে মাঠেই ছুটে গেছেন তামিম। ফাঁকে তার ফেসবুক ফ্যান পেজে স্ট্যাটাসও দিয়েছেন- ‘আমি এখানে। সাকিব খেলছে, আমি খুব গর্ববোধ করছি বন্ধুর জন্য।’
অস্ত্রোপচারের পর পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য রয়েছেন তামিম ইকবাল। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। হাসপাতালের চার-দেয়ালে বন্দী থেকে হাঁপিয়ে উঠেছিলেন তিনি।
বুধবার সাকিব মেলবোর্ন রেনেগেডসের হয়ে প্রথম ম্যাচ খেলেছেন। পরদিন হাসপাতালে ছুটে যান তামিমকে দেখতে। সেদিনই তামিম কথা দিয়েছিলেন সাকিবের পরের ম্যাচটি আর মিস করছেন না তিনি। কথা রেখেছেন।
গ্যালারিতে বসে উপভোগ করছেন ম্যাচটি। যদিও সাকিব এ ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। ৫ বল খেলে সংগ্রহ করেছেন ১ রান। অন্যদিকে, ৪ ওভার বল করে দিয়েছেন ২৩ রান, নিয়েছেন ১ উইকেট। ম্যাচে সাকিবের দল মেলবোর্ন রেনেগেডস ৩ উইকেটে হেরে গেছে।