দক্ষিণ সুরমায় সাবেক কাউন্সিলরের বাসায় ডাকাতি
প্রকাশিত হয়েছে : ৭:৩৩:৩৩,অপরাহ্ন ২১ মে ২০১৫
নিউজ ডেস্ক :: নগরীর দক্ষিণ সুরমার মোমিনখলায় ২৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আশিক আহমেদের বাড়িতে বৃহস্পতিবার ভোররাতে এক দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। দেশিয় অস্ত্র নিয়ে ১০-১৫ জন ডাকাত রাত সাড়ে ৩টার দিকে ডাকাতি করে।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ডাকাতদল ঘরে প্রবেশ করে। এ সময় তাদের অস্ত্রের সম্মুখে কোন রকম প্রতিরোধ না করেই তাদেরকে ঘরের জিনিসপত্র নিয়ে চলে যেতে দিতে বাধ্য হন কাউন্সিলর পরিবার।
ডাকাতরা আলমারি থেকে ঘর থেকে প্রায় ১০০ ভরি স্বর্ণ, নগদ ৫ লক্ষ টাকা, ১১শ ডলার, সাড়ে ৫শ পাউন্ড ও ৩টি মোটরসাইকেল নিয়ে যায় বলে পুলিশকে অবহিত করেন সাবেক কাউন্সিলর আশিক আহমেদ।
বৃহস্পতিবার সকালে দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।