তুরস্কে মিশরের বিলুপ্ত সংসদের অধিবেশন
প্রকাশিত হয়েছে : ৮:৩২:৫৬,অপরাহ্ন ২১ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
মিশরের ২০১২ সালের বিলুপ্ত সংসদকে বৈধ হিসেবে দাবি করে তুরস্কের ইস্তান্বুলে অধিবেশন করেছে (ইখওয়ানুল মুসলিমিন) মুসলিম ব্রাদারহুড। অধিবেশনে ওই সংসদের বহু সদস্য অংশ নিয়েছেন।
তারা বলেছেন- এ অধিবেশনের মাধ্যমে সংসদের কার্যক্রম নতুন করে শুরু হলো এবং মিশরের সরকারের পতন না হওয়া পর্যন্ত ইস্তান্বুলেই সংসদের কার্যক্রম পরিচালিত হবে।
কার্যত ২০১২ সালে সৌদি আরব, আমেরিকা ও আরব-আমিরাতের অর্থ সহায়তায় আব্দেল ফাত্তাহ আল সিসি মিশরের নির্বাচিত ইসলামিক প্রথম গণতান্ত্রিক সরকারকে অবৈধভাবে এক সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করে। তবে এর জের ধরে কাতার সৌদি আরবের সাথে সকল সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিলে সৌদি পররাষ্ট্রমন্ত্রী মুসলিম ব্রাদারহুডের ব্যাপারে নীতিগত সমর্থন জানানোর কথা বলেন।
তারা জোর দিয়ে বলেন, মিশরের বর্তমান সরকার অবৈধ এবং তারা যেসব সিদ্ধান্ত নিচ্ছে সেগুলোরও কোনো মূল্য নেই। মিশরের সর্বোচ্চ সামরিক পরিষদ ২০১২ সালে দেশটির সংসদের নিম্নকক্ষ এবং ২০১৩ সালে উচ্চকক্ষ ভেঙে দেয়। কিন্তু ওই সংসদের সদস্যরা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়েছিলেন। এ কারণে তারা এখনও তাদেরকে বৈধ সাংসদ হিসেবে মনে করেন।
মিশরের ২০১২ সালের বিলুপ্ত সংসদের কার্যক্রম শুরুর ঘোষণাকে দেশটির বর্তমান প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি’র বিরুদ্ধে ইখওয়ানুল মুসলিমিনের নতুন করে আন্দোলন জোরদারের ইঙ্গিত হিসেবে দেখছেন কেউ কেউ।