তিন ফরম্যাটেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব
প্রকাশিত হয়েছে : ৮:৩২:৫৯,অপরাহ্ন ১২ জানুয়ারি ২০১৫
স্পোর্টস ডেস্ক:: টেস্ট এবং টি২০’র পর এবার ওয়ানডেতেও বিশ্বসেরা অলরাউন্ডারের আসন দখল করে নিলেন সাকিব আল হাসান। সর্বশেষ আইসিসি প্রকাশিত র্যাঙ্কিংয়ে পাকিস্তানের মোহাম্মদ হাফিজকে পেছনে ফেলে সেরার আসন দখল করেন বাংলাদেশের এই অলরাউন্ডার।
এর আগে ২১ ডিসেম্বর আইসিসি কর্তৃক প্রকাশিত সর্বশেষ র্যাংকিংয়ে টেস্ট এবং টি-২০’তে শীর্ষস্থানে উঠে আসেন সাকিব। ওয়ানডেতে ছিলেন দ্বিতীয় স্থানে। এবার ওয়ানডেতেও শীর্ষস্থানে ওঠায় সাকিব এখন ক্রিকেটের সবগুলো ফরম্যাটের সেরা অলরাউন্ডার। সাকিবই প্রথম ক্রিকেটার যিনি একই সঙ্গে আইসিসির তিনটি ফরম্যাটেই শীর্ষস্থানে উঠলেন।
ওয়ানডেতে সাকিবের এখন রেটিং পয়েন্ট ৪০৩। দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের মোহাম্মদ হাফিজের রেটিং ৩৯৭। তৃতীয়স্থানে রয়েছে শ্রীলংকার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজ। তার রেটিং ৩৯৫।
মোহাম্মদ হাফিজ আপাতত সাকিবের জন্য আর হুমকি নন। কারণ অ্যাকশন অবৈধ হওয়ার কারণে আন্তর্জাতিক ক্রিকেটে আর বোলিং করতে পারবেন না তিনি।