তাজরীনে নিহতদের কবরে শ্রদ্ধা শ্রমিক সংগঠনের
প্রকাশিত হয়েছে : ৮:১৭:২১,অপরাহ্ন ২৪ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: সাভারের আশুলিয়ায় নিশ্চিন্তপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের দুই বছর পূর্তি হলো আজ। ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে তাজরীন ফ্যাশনে নিহত বেওয়ারিশদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন।
সোমবার সকালে জুরাইন কবরস্থানে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, জাতীয়তাবাদী কর্মজীবী দলসহ বিভিন্ন সংগঠন এ শ্রদ্ধা নিবেদন করে।
এ উপলক্ষে সকালে পুষ্পস্তবক অর্পণ, বাদ জোহর দোয়া মাহফিল, বিকালে মানববন্ধন, বিক্ষোভ, স্মরণ সভা ও সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলনসহ দিনব্যাপী নানা কর্মসূচি নেয়া হয়েছে।
শ্রদ্ধা নিবেদন শেষে বক্তারা বলেন, ২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরে অবস্থিত তাজরীন ফ্যাশনে প্রায় ১২০০ শ্রমিক-কর্মচারী কর্মরত ছিলেন। তাজরীন ফ্যাশনের ঘটনার দু’বছর অতিবাহিত হলেও, দেশবাসী আজও ঘটনার মূল কারণ জানতে পারেনি।
এ ঘটনায় প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বক্তরা। এ সময় নিহত ও আহত শ্রমিকদের পরিবারকে পুনর্বাসনেরও দাবি জানান তারা।
বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন’র সভাপতি মো. বাহারানে সুলতান বাহার’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন মো. মোস্তফা, সাথী আক্তার, নজরুল ইসলাম, নাছিমা আক্তার, মো. মাসুদ, মো. আলতাফ হোসেন সরদার প্রমুখ।
উল্লেখ্য, ২০১২ সালের ২৪ নভেম্বর তোবা গ্রুপের মালিকানাধীন তাজরীন ফ্যাশনে ভয়াবহ আগুনে সরকারি হিসাবে প্রাণ হারায় ১১২ জন।