ডিজিটাল মামা নোবেল
প্রকাশিত হয়েছে : ৮:১৬:৪৭,অপরাহ্ন ১২ মে ২০১৫
বিনোদন ডেস্ক :: টিভি পর্দায় শিগগিরই ডিজিটাল মামা হিসাবে আবির্ভূত হতে যাচ্ছেন জনপ্রিয় মডেল ও টিভি অভিনেতা নোবেল। শীর্ষস্থানীয় মোবাইলফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের একটি বিজ্ঞাপনচিত্রে এভাবেই উপস্থাপিত হয়েছেন তিনি। প্রখ্যাত বিজ্ঞাপন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর নির্দেশনায় নির্মিত হয়েছে বিজ্ঞাপনটি।
বিজ্ঞাপনচিত্রে নোবেল ডিজিটাল মামা হিসাবে উপস্থাপিত হয়েছেন যিনি সবার সমস্যা সমাধান করেন। এতে আমাদের চিরচেনা মামা চরিত্রটি ডিজিটাল হয়ে উঠেছেন যিনি মোবাইল ও ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন সমাধান দেন।
বিজ্ঞাপনটির ব্যাপারে নোবেল বলেন, “বিজ্ঞাপনটি তৈরি করতে বেশ পরিশ্রম করতে হয়েছে। সৃজনশীল নির্মাতা ফারুকীর সাথে কাজ করাটা সত্যিই এক অনন্য সুযোগ।” তিনি বলেন, “বর্তমান ডিজিটাল সময়ের প্রেক্ষাপটে ডিজিটাল মামা একজন পরোপকারী চরিত্র। আমি আশাবাদী যে বিজ্ঞাপনটি দর্শকের ভাল লাগবে।”
‘অনেক দিন পরে নয়, প্রায় বছর খানেক পরে বিজ্ঞাপনের মডেল হলাম আমি,’ নতুন বিজ্ঞাপনে কাজ করা প্রসঙ্গে বললেন মডেল ও অভিনেতা নোবেল। কদিন আগে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবির একটি বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। নির্মাণ করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। বিজ্ঞাপনে তাঁকে দেখা যাবে ‘ডিজিটাল বস’ হিসেবে। যেখানে তিনি সমস্যায় পড়া মানুষদের মুশকিল আসান করে দেন।
নোবেল জানান, বিজ্ঞাপনটির পেছনে বেশ পরিশ্রম হয়েছে। আর পরিশ্রমের কল্যাণেই নতুন নোবেলকে দেখবেন দর্শক। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে এটি প্রথম কাজ তাঁর। নোবেল বলেন, ‘ফারুকী অনেক বড় মাপের বিজ্ঞাপন নির্মাতা। আমিও অনেক দিন ধরে কাজ করি। কিন্তু তাঁর সঙ্গে এত দিন কাজ করা হয়নি। এবারের কাজটি অনেক আনন্দ নিয়ে শেষ হয়েছে। টিভিতে প্রচার হলে দর্শক এটি বুঝতে পারবেন।’
নোবেল বেশ কয়েক বছর আগে আরেকটি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের মডেল হয়েছিলেন। তাঁর সঙ্গে সহশিল্পী ছিলেন নুসরাত ইমরোজ তিশা।