ডিজিটাল মামা নোবেল!
প্রকাশিত হয়েছে : ২:১০:১৮,অপরাহ্ন ০৮ মে ২০১৫
বিনোদন ডেস্ক::
জনপ্রিয় মডেল আদিল হোসেন নোবেলকে মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান রবি’র নতুন তিনটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। বিজ্ঞাপনগুলো নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। জানা গেছে, ১০ মে থেকে বিটিভিসহ দেশের বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে তিনটি বিজ্ঞাপনই একে একে প্রচার হবে।
এ প্রসঙ্গে নোবেল বিডি টুয়েন্টিফোর লাইভকে বলেন, শুরুতে যখন রবির মার্কেটিং-এর সবাই আমাকেই মডেল হিসেবে কাজ করতে উৎসাহ দেন, তখন ভাবলাম আদৌ করা ঠিক হবে কিনা। পরে যখন ভেবে দেখলাম যেহেতু আমি এখানে চাকরী করছি , তাই আমারই উচিত প্যাকেজগুলো সম্পর্কে যথাযথভাবে গ্রাহকদের কাছে তথ্য পৌঁছানো। আমি সম্মতি জানালে রবির ব্র্যা- টিম খুব উচ্ছাস প্রকাশ করে।
তিনি আরও বলেন, ফারুকী ভাইয়ের সঙ্গে এটা আমার প্রথম কাজ। নিঃসন্দেহে তিনি অসাধারণ একজন নির্মাতা। তারসঙ্গে কাজ করে নতুন অভিজ্ঞতা হয়েছে আমার। তিনি আমাকে নতুন আঙ্গিকে তুলে ধরার চেষ্টা করেছেন যা আমার জন্য সত্যিই অনেক ভালো লাগার। রবি’র এ বিজ্ঞাপনে নোবেলকে ডিজিটাল মামা হিসেবে দেখা যাবে। এর আগে এই ধরনের বিজ্ঞাপনে তাকে দেখা যায়নি।
উল্লেখ্য, নোবেল নিজেই ‘রবি’র ‘সেলস এ্যা- মার্কেটিং’ ডিপার্টম্যান্টে ‘হেড অব এন্টারপ্রাইজ বিজনেস’ হিসেবে কর্মরত আছেন।