টয়লেটে সন্তান প্রসবের ঘটনায় তিন কর্মকর্তাকে আদালতের তলব
প্রকাশিত হয়েছে : ১:৫৬:২১,অপরাহ্ন ১০ মে ২০১৫
নিউজ ডেস্ক::
গাজীপুরের কালিয়াকৈরে এক কারখানার শ্রমিক ছুটি না পাওয়ায় টয়লেটে সন্তান প্রসব করার ঘটনায় এপেক্স ফুটওয়্যার কারখানার তিন কর্মকর্তাকে তলব করেছেন হাইকোর্ট।
আগামী ২৪ মে সকাল সাড়ে ১০টায় এ তিন কর্মকর্তাকে হাজির হয়ে কর্মীকে ছুটি না দেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একই দিন এ বিষয়ে তদন্ত করে কালিয়াকৈর উপজেলার নির্বাহী অফিসারকে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
সংবাদমাধ্যমে ‘ছুটি না পেয়ে কারখানার টয়লেটের ভেতরেই সন্তান প্রসব’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তা গ্রহণ করে স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।
কারখানার তিন কর্মকর্তা হলেন কারখানার ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মনজুর, পরিদর্শক আজিজুর রহমান এবং সুপারভাইজার রতন মিয়া।
এ বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস বলেন, পত্রিকার সংবাদ গ্রহণ করে আদালত স্ব-প্রণোদিত হয়ে আদেশ দিয়েছেন। আদেশে কারখানার তিন কর্মকর্তাকে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দিয়েছেন। এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ ঘটনা তদন্ত করে একটি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, সুপারভাইজারকে প্রসব বেদনার কথা জানিয়েও ছুটি না পেয়ে কারখানার টয়লেটের ভেতরেই সন্তান প্রসব করেছেন এক শ্রমিক। কিন্তু প্রসবের পর হতভাগ্য মা বাঁচলেও নবজাতক সন্তানকে বাঁচানো যায়নি।
গতকাল শনিবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকায় জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান এপেক্স ফুটওয়্যার কারখানায় এ ঘটনা ঘটে।