জম্মু-কাশ্মীরে বাস দুর্ঘটনায় নিহত ২১
প্রকাশিত হয়েছে : ৯:৩৭:২৯,অপরাহ্ন ১২ মে ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক :: ভারতশাসিত জম্মু-কাশ্মীরে বাস দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। যাত্রীবাহী একটি বাস সোমবার রাস্তার ধারের খালে উল্টে গেলে আহত হন আরও ৩০ যাত্রী।
পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এনডিটিভি।
খবরে বলা হয়েছে, কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে ৩০২ কিলোমিটার দক্ষিণে উধমপুর জেলার লাত্তি গ্রামে এ বাস দুর্ঘটনা ঘটে।
পুলিশের এক কর্মকর্তা মোহাম্মদ সুলেমান চৌধুরী জানিয়েছেন, ‘সোমবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অনেক লোক নিহত হয়েছেন।’তিনি বলেন, ‘এখন পর্যন্ত ২১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।’
পুলিশ জানায়, বাসটি উধমপুর শহরের দিকে যাচ্ছিল। বাসে ঠিক কতজন যাত্রী ছিলেন, কী কারণে বাসটি খালে পড়ল— এসব বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশের প্রাথমিক ধারণা, বাঁক ঘুরতে গিয়ে বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন