জগন্নাথপুরে সালিশ বৈঠকে হামলা : আহত -১০
প্রকাশিত হয়েছে : ৬:৫৬:৩৭,অপরাহ্ন ১০ জুন ২০১৫
নিউজ ডেস্ক : জগন্নাথপুরের বড় ফেচি বাজারের মাছ ও সবজি বাজার স্থানান্তরে সালিশ বৈঠকে হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। যার মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর।
অভিযোগ থেকে জানা যায়, জগন্নাথপুরের বড় ফেচি বাজারের মাছবাজার, শুটকি বাজার, সবজি বাজার পুরান বাজার থেকে ছালিক মিয়া তাহার নিজ ব্যবসা প্রতিষ্টানের সামনে নিয়ে আসেন। উক্ত স্থানটি বাজারের প্রধান সড়ক থাকায় জনসাধারনের যাতায়াতে অসুবিধা হ্ওয়ায় বাজারটি পুর্বের স্থানে নেয়ার জন্য বাজারের অন্যান্য ব্যবসায়ীরা উদ্যোগ নিলে ছালিক মিয়া তাতে বাধা দেন। এতে বাজারের ব্যবসায়ীরা গত শুক্রবার সালিশ বৈঠকের আয়োজন করেন। বাজারটি পুর্বের স্থানে নেওয়ার জন্য ইউনিয়ন চেয়ারম্যান আইয়ুব খান সািলশ বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক রায় দিলে ছালিক মিয়া,বশির মিয়া,শিবাম ,স্বপন, ছাবু শ্যামল,সুন্দর, মালিক, দুদু, লিটন, ছোবা, নুর উদ্দিন, জাবেল, সহ সংবদ্ধ দল সালিশ বৈঠকে হামলা করে। এসময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন বাজারের ব্যবসায়ী সেলিম মিয়া (৩৮ ) আব্দুল হক (৪৩ ) মেনন (১৯) জাবেদ (২৪)। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্যান্য আহতরা হলেন জুনেদ (২৫), রাসেল(২৫), শিবলি (৪৫), মঈনুল হাসান (৫৫), দিলদার(২৪)। এব্যাপারে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ০২/১১৪।