ছাতকে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১০:২০:৩১,অপরাহ্ন ০৪ ডিসেম্বর ২০১৪
ছাতক উপজেলার জাউয়াবাজারে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত ফরিদ মিয়া (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ফরিদ মিয়া পাইগাঁও গ্রামের ওয়ারিছ আলীর ছেলে।
ছাতক থানা ওসি শাহজালাল মুন্সী জানান, বুধবার বিকেলে তুচ্ছ ঘটনার জের ধরে ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের পাইগাঁও গ্রামের ফরিদ মিয়া ও তার চাচাতো ভাই নাজু মিয়ার মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের পাঁচজন আহত হন।
সংঘর্ষে গুরুতর আহত ফরিদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে মারা যান তিনি।
এদিকে, ফরিদের মৃত্যুর পর ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষের বিষয়টি তদন্ত করেছেন বলে জাউয়াবাজার পুলিশ ফাঁড়ির এমআই শফিকুল ইসলাম জানিয়েছেন।