ছাতকে ভারতীয় মদসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ৮:৪৭:০০,অপরাহ্ন ০৫ মে ২০১৫
নিউজ ডেস্ক :: সুনামগঞ্জের ছতকে চার বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদসহ আখলাক মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
আটক আখলাক উপজেলার কালারুকা ইউনিয়নের কালারুকা গ্রামের মৃত সজানূরের ছেলে।
সোমবার রাত ১০টার দিকে ছাতক উপজেলার মাধবপুর ব্রিজের পাশ থেকে মদের বোতলসহ তাকে আটক করা হয়।
ছাতক থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফরিদ মিয়া জানান, চার বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদসহ আখলাক মিয়াকে আটক করা হয়।