ছবি বিশ্বাস হত্যাচেষ্টা মামলায় শমসের মবিন গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ৮:১৬:০৬,অপরাহ্ন ০৯ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক: সংসদ সদস্য ছবি বিশ্বাস হত্যাচেষ্টা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীকে গ্রেফতার দেখানো হয়েছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার রাত সোয়া ১১টায় রাজধানীর বনানী ডিওএইচএসের ১ নম্বর রোডের ৯২নং বাসা থেকে শমসের মবিনকে ধরে নিয়ে যায় ডিবি। এ মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে গ্রেফতার করে রিমান্ডে নিয়েছে পুলিশ, যদিও এজাহারে তার নাম নেই।