চুনারুঘাটে মানব পাচারকারীকে ধরিয়ে দিলে ৫০ হাজার টাকার পুরস্কার
প্রকাশিত হয়েছে : ১১:২১:১৯,অপরাহ্ন ০৭ জুন ২০১৫
হবিগঞ্জ সংবাদদাতা::
চুনারুঘাটে মানব পাচারকারীর গড ফাদার বাচ্চু মিয়া নামে ব্যক্তিকে ধরিয়ে দিতে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষনা করা হয়েছে । পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান পিপিএম রবিবার চুনারুঘাট থানা পুলিশ অায়োজিত কমিউনিটি পুলিশিং বিষয়ক কর্মশালায় এ ঘোষনা দেন ।
অনুষ্টানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জজ কোটের পিপি অাকবর হোসেন জিতু । চুনারুঘাট থানা প্রাঙ্গনে অায়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ ৪ সংসদীয় অাসনের এমপি এডভোকেট মাহবুব অালী । বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা প্রশাষক মোঃ জয়নাল অাবেদীন । পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র । উপজেলা চেয়ারম্যান অাবু তাহের । সভায় বক্তারা বলেন সকল ধরনের অপরাধ নির্মুল করে চুনারুঘাট উপজেলা কে একটি মডেল উপজেলা রুপান্তরের ঘোষনা দেন ।