চারদিন ব্যাপী সরস্বতী পূজা উৎসব শুরু আজ
প্রকাশিত হয়েছে : ১২:১৭:৩৭,অপরাহ্ন ২৪ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
সনাতন ধর্মালম্বীদের ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উপলক্ষে নগরীর ২০ উত্তর নালাপাড়া সার্বজনীন বাণী অর্চণা উদযাপন পরিষদের উদ্যোগে চারদিন ব্যাপী পূজা উৎসব শুরু হচ্ছে আজ । শনিবার সন্ধ্যায় পূজা উৎসবের উদ্বোধন করবেন চট্টগ্রাম-১১ আসনের সাংসদ এম এ লতিফ।
এতে সভাপতিত্ব করবেন পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড কাউন্সিলর জহির আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসিবে উপস্থিত থাকবেন সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর রেখা আলম চৌধুরী এবং গীতা শিক্ষা কমিটির প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট শ্রী তপন কান্তি দাশ। এছাড়া ধর্মীয় বক্তা হিসেবে গীতা শিক্ষা কমিটি চট্টগ্রাম মহানগর সংসদের প্রধান উপদেষ্টা শ্রী স্বদেশ চক্রবর্ত্তী উপস্থিত থাকবেন।
‘পরিচ্ছন্ন সৈকত, বাঁচাও সমুদ্র’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হচ্ছে এ উৎসব। দিনব্যাপী আয়োজনের মধ্যে রয়েছে চিত্রাংকন প্রতিযোগিতা, মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, শীতবস্ত্র বিতরণ ও পুরস্কার বিতরণী। আগামীকাল উৎসবের প্রধান আয়োজন দেবী বীণাপাণির পূজারম্ভ, পুষ্পাঞ্জলি প্রদান, মহাপ্রসাদ আস্বাদন ও সন্ধ্যাআরতি অনুষ্ঠিত হবে।