চাঁদপুরের মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে হতাহত ১৩
প্রকাশিত হয়েছে : ৬:৩৩:০৬,অপরাহ্ন ১৩ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: সোমবার দিবাগত রাত আনুমানিক দুই দিকে চাঁদপুরের মেঘনা নদীর মোহনায় দুটি লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় ১ নারী নিহত ও শিশুসহ কমপক্ষে ১২ জন আহত হয়েছে। হয়েছেন। সাহানা বেগম (৫০) নামের ঐ নারীর বাড়িসহ আহত সকলের বাড়ি বরিশাল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে।
লঞ্চের অন্যযাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বরিশালগামী এমভি পারাপত-৯ লঞ্চের ধাক্কায় ঢাকাগামি এমভি সুন্দরবন-৮ লঞ্চটি দুর্ঘটনা কবলিত হয়। এতে দুমড়ে মুচড়ে যায় সুন্দরবন লঞ্চের ডান দিকের ৪টি কেবিন। আহত যাত্রীদের মধ্যে ৮ জনকে চাঁদপুর সদর জেনারেল হাসপাতাল আনা হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। আহতদের মধ্যে ছয় বছরের শিশু শাকিলের অবস্থা আশংকাজনক।
চাঁদপুর বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক মো. মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে ঘণকুয়াশায়ার জন্যে এ ঘটনা ঘটতে পারে। লঞ্চগুলো রাতেই স্ব-স্ব গন্তব্যে ঢাকা ও বরিশাল পৌছে গেছে।
এই কর্মকর্তা আরো জানান,তারা ঢাকার লালবাগ এলাকায় বসবাস করেন। একটি পারিবারিক অনুষ্ঠানে অংশ নিয়ে পরিবারের সদস্যদের নিয়ে সবাই লঞ্চে ঢাকা ফিরছিলেন।