চট্টগ্রামে ইসি’র নির্দেশে ভোটের দু’দিন আগে নামল বিজিবি
প্রকাশিত হয়েছে : ১:৪৫:৫৫,অপরাহ্ন ২৫ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক::
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে নগরীতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে নেমেছেন বিজিবি সদস্যরা। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে বিজিবি সদস্যরা ব্যারাক থেকে বের হয়ে নগরীতে টহল দিতে শুরু করেছে। ২৮ ব্যাটেলিয়ন বিজিবি’র অপারেশন অফিসার মেজর তানভির মাহমুদ বলেন, নির্বাচন কমিশনের নির্দেশে আমরা মাঠে নেমেছি। নির্বাচনকে কেন্দ্র করে যে কোন ধরনের সহিংসতা দমনে আমরা বদ্ধপরিকর।
বিজিবি সূত্রে জানা গেছে, রোববার সকালে নগরীর এম এম আজিজ স্টেডিয়াম এলাকায় বিজিবি ক্যাম্প স্থাপন করবে। এছাড়া রোববার থেকে নগরীতে আরও ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে।
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার মো.আবদুল বাতেন জানান, সিটি করপোরেশন নির্বাচনে মোট ৩০ প্লাটুন সদস্য আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তারা ভোটের দিন স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। তফসিল অনুযায়ী আগামী মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।