গ্ল্যামার রানী সৌদি রাজকুমারী!
প্রকাশিত হয়েছে : ৩:২৯:০৯,অপরাহ্ন ০৩ ডিসেম্বর ২০১৪
বিনোদন ডেস্ক::
ফ্যাশন দুনিয়ার স্পটলাইটে চলে এসেছেন এক সৌদি রাজকুমারী। তাঁর নাম আমিরাহ আল-তাওবিল। বয়স ৩১ বছর। পশ্চিমা ফ্যাশন বিশেষজ্ঞদের দৃষ্টিতে, তিনি একজন গর্জিয়াস লেডি এবং তিনি খুব ভালো করেই জানেন কিভাবে নিজেকে একটি মার্জিত সাজসজ্জায় ফুটিয়ে তোলা যায়।
তাঁর হাস্যোজ্জ্বল চেহারাও মুগ্ধ করেছে সবাইকে। সেরা সুন্দরীর খেতাবও পেয়েছেন তিনি। শরীয়াহ শাসনে থাকা সৌদি আরবে নারীর অধিকারের জন্য কাজ করেন তিনি।
সৌদি আরবে নারীকে গাড়ি চালানোর অনুমতি দেওয়ার জন্য তাঁর লড়াই নিয়ে সম্প্রতি ডেইলি মেইল একটি রিপোর্ট প্রকাশ করেছে। প্রিন্স আল ওয়ালিদ বিন তালালের সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর। কিন্তু সেই বিয়ে টেকেনি।
গ্ল্যামার অনলাইনে লিয়া মেলবি লিখেছেন, দুবাইয়ের বাইরে এক আড়ম্বরপূর্ণ রাতে তিনি পুঁতি দিয়ে জড়ানো ওড়নার সঙ্গে হাতাছাড়া গাঢ় নেভি রঙের একটি পোশাক পরেন। এই পোশাকে তাকে মনে হচ্ছিল যেন তিনি বাতাসের উপর ভাসমান।
এ ছাড়া তাঁর কানে ঝুলছিল চমৎকার পান্না খচিত কানের দুল এবং হাতে ছিল ব্রেসলেট। কেট মিডলটন এবং উইলিয়ামের বিবাহ-অনুষ্ঠানে তাঁর পরনে ছিল ধূসর গোলাপি রঙের লেইস কোট।
কোটটির চারপাশজুড়ে ছিল সুবিন্যস্ত ত্রিমাত্রিক আকারে ফোটা পুষ্প এবং এর সঙ্গে ছিল বাঁকানো বেল্ট। এক রঙা চমৎকার শৈলীর এই পোশাকটি ছিল অসাধারণ।
গত বছর বছরের গ্ল্যামার নারী পুরস্কার অনুষ্ঠানে তিনি নীল এবং সাদা রংয়ের একটি চমত্কার পোশাক পরিধান করেছিলেন। হালকা পটভূমিতে পোশাকে কতই না সুন্দর লাগছিল!
নোবেলজয়ী মালালা ইউসুফজাইের সঙ্গে এক সাক্ষাতে তাঁর চিরায়তপোশাক তাঁকে মোহনীয় করে তুলেছিল, হয়ত বা কিছুটা কমই বলা হলো। একটি কালো কোটের সঙ্গে বেল্ট এবং আনুসঙ্গিক উপকরণসহ কানে মুক্তার দুল রাজকুমারীকে অপরূপ করে তুলে।