গ্রেনেড বিস্ফোরণে ২ বিজিবি সদস্য নিহত
প্রকাশিত হয়েছে : ৯:২৭:১৬,অপরাহ্ন ১৬ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: খাগড়াছড়ি সেনানিবাসের ভেতরে প্রশিক্ষণকালীন গ্রেনেড বিস্ফোরিত হয়ে সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) দুই সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত চারজন।
নিহতরা হলেন- নায়েক সুবেদার কাশেম ও সিপাহী হাসান। রোববার সকালে বিজিবি ১৬ ব্যাটালিয়নের নিয়মিত প্রশিক্ষণ চলাকালীন এ দুর্ঘটনা ঘটেছে। আহতদের চট্টগ্রাম সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
খাগড়াছড়ির ওসি মিজানুর রহমান এ সংবাদ নিশ্চিত করেছেন।
আহতরা হলেন- নায়েক সুবেদার মাসুদ রানা, ল্যান্স নায়েক নাসিরুল ইসলাম, ল্যান্স নায়েক সিরাজ ও ডাক্তার ক্যাপ্টেন তাইফুল ইসলাম।
এর আগে গত ফেব্রুয়ারিতে টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে প্রশিক্ষণের সময় মর্টার শেল বিস্ফোরিত হয়ে দুই সেনা সদস্য ও চার বিজিবি সদস্য নিহত হওয়ার ঘটনা ঘটে। এসময় আহত হন আরো অন্তত ১০ জন।