খালেদা জিয়া-নিশা দেশাইয়ের বৈঠক শেষ
প্রকাশিত হয়েছে : ১:৫৮:২৩,অপরাহ্ন ২৮ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্র মন্ত্রী নিশা দেশাই বিসওয়াল সঙ্গে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বৈঠক শেষ হয়েছে।
২৮ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের বাসভবনে এ বৈঠক শুরু হয়ে তা শেষ হয় সোয়া সাতটার দিকে।
চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন ।
তিনি জানান, বৈঠকে নিশা দেশাই বিসওয়ালের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা এবং খালেদা জিয়ার সঙ্গে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নিশা দেশাই বিসওয়াল ঢাকায় আসেন।