কোকোর আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১২:০৮:৪৮,অপরাহ্ন ১০ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক::
দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর আত্মার শান্তি কামনায় করে দোয়া মাহফিল করেছেন বিএনপি নেতাকর্মীরা। শুক্রবার (১০ এপ্রিল) সকাল থেকে পবিত্র কোরআনখানির পর বাদ আসর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিল শেষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র কোকোর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা আবদুল মালেক। দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাতে অংশ নেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা।
শীর্ষ নেতাদের মধ্যে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাতে অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার শাহজাহান ওমর, এনাম আহমেদ চৌধুরী, বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, বিএনপি নেতা কাজী আসাদ, সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আবদুস সালাম, মহিলা দল সভাপতি নূরে আরা সাফা, নেত্রী বিলকিস জাহান শিরিন, নিলোফার চৌধুরী মনি, হেলেন জেরিন খান, শাম্মী আখতার, কৃষক দল নেতা শাহজাহান মিয়া সম্রাট, ওলামা দল নেতা অধ্যক্ষ নজরুল ইসলাম প্রমুখ।
এছাড়া, নেতাকর্মী-সমর্থকদের নিয়ে এতে অংশ নেন আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপি জোটের মেয়র প্রার্থী তাবিথ আউয়ালও। দোয়া মাহফিলের পর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তিনি। কোকোসহ বিএনপির প্রয়াত নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনা করে তাবিথ আউয়াল তাকে সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হিসেবে সমর্থন দেওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে সর্বস্তরের নেতাকর্মীসহ ঢাকা ও দেশবাসীর সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি।
প্রায় তিন মাস পর গত ৪ এপ্রিল সন্ধ্যায় নেতাকর্মীদের নিয়ে কেন্দ্রীয় কার্যালয় ফটকের তালা ভেঙে প্রবেশ করেন বিএনপির সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন। তারপর থেকে আবারও নিয়মিত কার্যালয়ে আসা-যাওয়া শুরু করেছেন বিএনপি নেতাকর্মীরা।
তবে, শুক্রবারের আগ পর্যন্ত সিনিয়র কোনো বিএনপি নেতা কার্যালয়ে আসেননি। কোকোর মিলাদ মাহফিলে অংশ নিতে আসা সিনিয়র নেতারা সেই ‘দীর্ঘ-বিরতি’ ভাঙলেন।