কেতনের গান :: লিটন নাথ
প্রকাশিত হয়েছে : ১২:০০:২৬,অপরাহ্ন ২০ ডিসেম্বর ২০১৪
দিগন্তের নীল আকাশ ছোঁয়া
ভাসমান মেঘের উড়ন্ত ভেলায় মন ।
কোলাহল চারদিকে ,
নির্মল হাওয়ায় ইচ্ছের সবুজ ঘরে- লাল রোদ্দুর ।
যতদূর চোখ যায় –
ধানক্ষেত ,পাহাড়ি বাঁক , গহীন অরণ্য দেখি ।
কি এমন লুকিয়ে আছে সমারোহে !
বয়ে যাওয়া নৌকার পালে ,নদীর পারে ,
টিয়া পাখির রক্তিম ওষ্ঠে গান ।
ত্রিশ লক্ষ শান্তির পাখি ,নিহত শষ্যের ক্ষেতে;
সবুজের বাগানে জমেছে খরা -কাঁটামোড়ানো গোলাপ ।
খালি পায়ে হেঁটে যায় শুকনো জবা ,
হলুদ করবী মানচিত্র আঁকে ; রমণীর খোঁপায় দিয়ে চুমু ।
আর কোন কথা নয় –
আজ থেকে গান হবে স্বাধীন বাঙলার ।।