কাল ২০ দলের বিক্ষোভ, স্বাধীনতা দিবসে থাকছেনা হরতাল
প্রকাশিত হয়েছে : ১:১৭:৪৫,অপরাহ্ন ২৪ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক :: বিএনপির নিখোঁজ নেতা ও দলের যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদসহ নিখোঁজ, গুম ও গ্রেফতারকৃত অন্যান্য নেতাদের ফিরিয়ে দেয়ার দাবিতে আগামীকাল বুধবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। পূর্বঘোষিত অবরোধের পাশাপাশি পালন করা হবে এই বিক্ষোভ কর্মসূচি।
অপরদিকে আগামী বৃহস্পতিবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এ দফায় কোন হরতাল কর্মসূচির মেয়াদ বাড়ায়নি ২০ দলীয় জোট। তবে অবরোধ কর্মসূচি অব্যহত থাকবে। চলতি সপ্তাহের প্রথম ধাপে ডাকা ৭২ ঘন্টা হরতালের মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল সকাল ৬ টায়।
আজ মঙ্গলবার বিকেলে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। গণমাধ্যমে বিবৃতি দেয়া এক বিবৃতিতে দলের নীতিগত এ সিদ্ধান্তের কথা তুলে ধরেন বিএনপির অপর যুগ্মমহাসচিব বরকত উল্লাহ বুলু।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, বিএনপি’র নিখোঁজ যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদসহ সারা দেশে ২০ দলীয় জোটের সকল গুমকৃত নেতা-কর্মীদেরকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেয়া এবং হত্যা, গণগ্রেপ্তার বন্ধের দাবিতে ২৫শে মার্চ বুধবার দেশব্যাপী জেলা, থানা, পৌরসভা ও সকল মহানগরের থানায় থানায় ২০ দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালনে ২০ দলের সকল নেতাকর্মীকে আহ্বান জানিয়েছেন বরকত উল্লাহ বুলু। এ ছাড়া আগামী ২৬ মার্চ বৃহস্পতিবার মহান স্বাধীনতা দিবস পালনের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো তিনি।