কাতারের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিন : জাতিসংঘকে সিরিয়া
প্রকাশিত হয়েছে : ১০:৫৬:১৯,অপরাহ্ন ১১ জুন ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক::
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের বিরুদ্ধে সহিংসতায় লিপ্ত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন দেয়ার জন্য কাতারের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেয়ার অনুরোধ করেছে দামেস্ক।
জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টকে লেখা আলাদা চিঠিতে এ অনুরোধ জানিয়েছে সিরিয়া। রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে জঘন্য অপরাধ এবং সহিংসতায় লিপ্ত গোষ্ঠীগুলোর প্রতি অব্যাহত সমর্থন দেয়ার জন্য এসবের দায়িত্ব কাতারকে নিতে হবে বলে ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে।
সিরিয়ার এ চিঠির আগে কাতার রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগে দামেস্ক সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘে চিঠি দিয়েছে। এর জবাবে সিরিয়াও পাল্টা চিঠি দিল।
সিরিয়ার বিরুদ্ধে আনা কাতারের অভিযোগ নাকচ করে দিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। সিরিয়া বলেছে, প্রকৃত ঘটনা বিকৃত করতে এবং সন্ত্রাসীদের প্রতি কাতারের সমর্থনের বিষয়টি আড়াল করার জন্য দোহা জাতিসংঘে ওই চিঠি দিয়েছে।
সূত্র: রেতে