কাউখালীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন
প্রকাশিত হয়েছে : ১১:৩৫:৩১,অপরাহ্ন ০৪ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: জপুরের কাউখালীতে আজ রবিবার সকালে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৩৬ হিজরী উদ্যাপন উপলক্ষে র্যালী, সাংস্কৃতিক প্রতিযোগীতা, মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হল রুমে ইসলামিক ফাউন্ডেশন কাউখালী উপজেলার ফিল্ড সুপার ভাইজার মো. আবু জাফর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা ওলামালীগের সভাপতি মাওলানা মো. মুসা আকন্দ, সাধারণ সম্পাদক হাফেজ মো. মনিরুজ্জামান। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত করেন হাফেজ মো. মনিরুজ্জামান। উক্ত দোয়ায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ আয়ু কামনা করা হয়।