এবার নবীগঞ্জে সাত রঙের চা উদ্ভাবন
প্রকাশিত হয়েছে : ১:২৭:১৭,অপরাহ্ন ০৭ নভেম্বর ২০১৪
নবীগঞ্জ সংবাদদাতা:
শ্রীমঙ্গলের রমেশের নীলকন্ঠ চা কেবিনে নয় এবার নবীগঞ্জের জসীম উদ্দিন উদ্ভাবন করলেন সাত রঙের চা, সাতটি স্তরে ! আর স্বাদটাও সাত রকমের। সাধারণ চা বানানোর রহস্য কমবেশি সবার জানা থাকলেও এই চা তৈরির রহস্য সাধারণের কাছে অজানা। সাধারণ চা থেকে এটিতে স্বাদেও রয়েছ ভিন্নতা।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ঐতিহ্য রমেশের সাতকালারের (রঙের) চা। গ্লাসের দিকে তাকালেই ভিন্ন রঙে চায়ের সাতটি স্তর দেখা যায়। দেশি বলেন আর বিদেশি বলনে শ্রীমঙ্গলে বেড়াতে গিয়ে সাত রঙের চা না খেয়ে ফিরছেন এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। এবার নবীগঞ্জেই উদ্ভাবন করা হল সাত রঙের চা। দীর্ঘপ্রচেষ্টার পর গতকাল নবীগঞ্জের জন্তরী গ্রামের জসীম উদ্দিন নামের ব্যক্তি সাত রঙের চা তৈরিতে সফল হয়েছেন।