এক ম্যাচ নিষিদ্ধ সোহাগ গাজী
প্রকাশিত হয়েছে : ৭:২৪:২৬,অপরাহ্ন ০৪ ডিসেম্বর ২০১৪
খেলাধুলা ডেস্ক :: ঢাকা প্রিমিয়ার লিগে এক ম্যাচ নিষিদ্ধ ও জরিমানা গুণতে হচ্ছে জাতীয় দলের স্পিনার সোহাগ গাজীকে।
বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। প্রিমিয়ার লিগে আচরণবিধি ভঙ্গে দায়ে এক ম্যাচ নিষিদ্ধ ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে জাতীয় দলের এ স্পিনারকে।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের বিপক্ষে শেখ জামালের হয়ে ব্যাট করার সময় নাঈম ইসলামের করা ৩৭তম ওভারের তৃতীয় বলে এলবিডব্লিউ হন সোহাগ গাজী। এরপর আম্পায়ার আউটের সিদ্ধান্ত দিলেও সোহাগ গাজী কিছুক্ষণ ক্রিজে দাঁড়িয়ে থাকেন। এরপর এক পর্যায়ে মাঠ ছাড়ার সময় আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদ জানান তিনি।
ইতিমধ্যে অবৈধ বোলিং অ্যাকশনের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে তার বোলিং নিষিদ্ধ করা হয়েছে। বোলিং অ্যাকশন ঠিক করে নিতেই তাকে প্রিমিয়ার লিগে খেলার সুযোগ করে দেয় বিসিবি।
পরে অবশ্য গাজী নিজের দোষ স্বীকার করেন এবং ম্যাচ রেফারি নিয়ামুর রশীদ রাহুলের দেয়া শাস্তি মেনে নেন।
ম্যাচে মাশরাফির ঢাকা মোহামেডান জয় পায়।