উত্তরের নগর পিতার লড়াইয়ে মান্না-কবরী
প্রকাশিত হয়েছে : ১১:৫১:০৬,অপরাহ্ন ২৪ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক :: নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও আওয়ামী লীগের সাবেক সাংসদ সারাহ বেগম কবরী ঢাকা উত্তর সিটি করপোরেশনে উত্তরের নগর পিতার লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র কিনেছেন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে তাদের পক্ষ থেকে ২ ব্যক্তি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা নজরুল ইসলাম জানিয়েছেন, মান্নার পক্ষে আতিকুর রহমান ও কবরীর পক্ষে শহিদুল ইসলাম মনোনয়নপত্র কেনেন।
ঢাকা উত্তরে গতকাল সোমবার মনোনয়নপত্র কেনেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক। সব মিলিয়ে উত্তর সিটি থেকে এ পর্যন্ত মেয়র পদে ১৫, কাউন্সিলর পদে ২৬৯ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আর দক্ষিণে মেয়র পদে ৯ জন, কাউন্সিলর পদে ৫২৫ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
তফসিল অনুযায়ী, আগামী ২৮ এপ্রিল ঢাকা ও চট্টগ্রামের ৩ সিটিতে ভোট হবে। ২৯ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের সুযোগ রয়েছে। ১ ও ২ এপ্রিল মনোনয়নপত্র বাছাই, প্রত্যাহারের শেষ তারিখ ৯ এপ্রিল পর্যন্ত।