উইন্ডোজ সেভেন বিক্রি বন্ধ
প্রকাশিত হয়েছে : ৪:৪৫:৩১,অপরাহ্ন ০৫ নভেম্বর ২০১৪
তথ্যপ্রযুক্তি ডেস্ক: বিশ্বের বৃহৎ সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফট তাদের উইন্ডোজ সফটওয়্যারের বিক্রি ধীরে ধীরে বন্ধ করে দিয়ে চলেছে।
আর এরই ধারাবাহিকতায় উইন্ডোজ এক্সপি’র পর এবার পালা উইন্ডোজ সেভেনে। কিছুদিন আগেই উইন্ডোজ এক্সপির সমস্ত আপডেট বন্ধ করে দেয় কোম্পানিটি।এবার খুচরো বিক্রি বন্ধ করল উইনডোজ সেভেন ও উইনডোজ ৮ এর সফটওয়্যার।
অনেকদিন আগেই মাইক্রোসফট উইন্ডোজ সেভেন সফটওয়্যার বিক্রি করা বন্ধ করে দিয়েছিল। কিন্তু অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচার(OEMs) আর অনুমতি দিল না সেভেন ও এইট বিক্রি করার।
এর থেকে স্পষ্ট যে, উইন্ডোজ ১০ নিয়ে যে বাজারে আগের থেকেই ঝড় উঠেছে, তার বাজার ধরতেই নয়া পদক্ষেপ মাইক্রোসফটের।
উইন্ডো্জ সেভেন রক্ষণাবেক্ষণ ২০১৫’র জানুয়ারির মধ্যেই শেষ করবে মাইক্রোসফট। আর এদিকে পরের বছর বাজারে আসছে উইন্ডোজ ১০। উইন্ডোজ ১০ প্রিভিউ সংস্করণ ইতিমধ্যে দশ লক্ষ কাস্টমার ডাউনলোড করেছেন