আল-আকসার জন্য যুদ্ধ করবে হামাস
প্রকাশিত হয়েছে : ৪:৫৬:৫৫,অপরাহ্ন ০২ নভেম্বর ২০১৪
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া বলেছেন, মুসলমানদের প্রথম কিবলা আল-আকসা মসজিদকে কেন্দ্র করে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ করবে তার দল।
ইসরাইলের পুলিশ ও সেনাবাহিনী সম্প্রতি আল-আকসা মসজিদে ফিলিস্তিনি মুসলমানদের নামাজ আদায়ে বাধা দেয় এবং কয়েক দিন মসজিদটি বন্ধ করে রাখে। এই প্রেক্ষাপটেই হানিয়া এ ঘোষণা দেন।
গত শুক্রবার বিক্ষোভ দিবস উপলক্ষে গণ-বিক্ষোভে অংশ নিয়ে ইসমাইল হানিয়া বলেন, ইসরাইল যা চাইছে তা করতে দেবে না হামাস।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আল-আকসা মসজিদকে ইহুদিবাদী ইসরাইল যে সাময়িকভাবে বন্ধ করেছে তা পবিত্র এ স্থাপনাকে ধ্বংস করার ষড়যন্ত্রেরই অংশ। এ মসজিদকে কেন্দ্র করে ইহুদিবাদী ইসরাইল বিপজ্জনক পর্যায়ে ঢুকে পড়েছে বলেও উল্লেখ করেন তিনি।
হামাস নেতা আরো বলেন, জায়নবাদীরা ইহুদি ও মুসলমানদের জন্য আলাদা সময়ে ইবাদত বা প্রার্থনার সময়সূচি ঠিক করার চেষ্টা করছে। এছাড়া আল-আকসার নিচ দিয়ে সুড়ঙ্গ কেটে এই স্থাপনাকে ধ্বংসের ষড়যন্ত্র করছে ইসরাইল।
কিন্তু ফিলিস্তিনি জনগণ তা মেনে নেবে না বরং এই পবিত্র স্থাপনার জন্য যুদ্ধ করবে।