আমির খানের পিকে : ৪দিনেই ১০০ কোটি
প্রকাশিত হয়েছে : ৫:১৮:০০,অপরাহ্ন ২৫ ডিসেম্বর ২০১৪
বিনোদন ডেস্ক :: অঙ্কটা কোটির ঘরে পৌঁছতে সময় লাগল মাত্র ৪ দিন৷ এটা বোধ হয় আমির খানের পক্ষেই সম্ভব৷
এই সময়ের সবচেয়ে আলোচিত সিনেমা ‘পিকে’তে আমির যে শুধুমাত্র লুক, কাহিনী কিংবা পোস্টারে বিতর্ক সৃষ্টি করেই চমক দিয়েছেন তা নয়৷ বক্স অফিসেও রীতিমতো সাড়া জাগিয়েছেন তিনি৷
ভারতীয় বাজারে রাজকুমার হিরানির এই ছবি মাত্র ৪ দিনেই ১১৬.৬৩ কোটি ব্যবসা করেছে৷
প্রথম দু’দিনেই প্রায় ৫৬ কোটি টাকা ঘরে তুলেছিল পিকে৷ তারপর পরবর্তী দুদিনে সাফল্যের সেই হার একই থাকে এবং অঙ্ক দ্বিগুণ হয়৷ ছবির এই অসাধারণ সাফল্যে খুশি আমিরসহ সকলেই৷ ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়া এই ছবির নায়িকা আনুশকা শর্মা অত্যন্ত আবেগপ্রবণ হয়ে এ সংক্রান্ত একটি টুইটও পোস্ট করেছেন৷
তিনি লিখেছেন, পিকের জন্য আপনারা যেভাবে সাড়া দিয়েছেন তাতে আমি অভিভূত৷অন্তর থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি৷